প্রকাশিত: Thu, Dec 8, 2022 4:20 PM
আপডেট: Sun, Jan 25, 2026 7:37 PM

প্রচলিত নিয়মেই ইসলামী ব্যাংকগুলোকে তারল্য সুবিধা দেওয়া হচ্ছে: কেন্দ্রীয় ব্যাংক

মনজুর এ আজিজ: কোনো সংকট সময়ের জন্য নয় বরং প্রচলিত ধারার ব্যাংকগুলোকে যে তারল্য সুবিধা দেওয়া হয়, ইসলামী ব্যাংকগুলোকেও একই সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক। 

মেজবাউল হক গণমাধ্যমকে বলেন, প্রচলিত ধারার ব্যাংকগুলো বন্ড-বিলে বিনিয়োগ করে সেই টাকা বিলবন্ডে রেখে সাময়িকভাবে টাকা নিয়ে তাকে। বিল বন্ডের কোনটা আছে ২০ বছর, কোনটা ১৫ বছর, কোনটা দুই বছর আবার কোনটা এক বছরের। তার জন্য সুবিধা কি! তার জন্য আমরা প্রচলিত ধারার ব্যংকগুলোকে রেপো সুবিধাটা দিয়ে থাকি, এলএস সুবিধা দিয়ে থাকি। স্পেশাল রেপোও দেওয়া হয়। স্পেশাল রেপো কোনো বিট ছাড়াই নিতে পারে। এর বিপরীতে তারল্য সুবিধা নেয়। কিন্তু ইসলামী ব্যাংকগুলোর জন্য এ রকম কোনো মানিটারি টুল সুবিধা ছিল না। সুকুক বন্ড ছিল না, এ ধরনের টুলও ছিল না। বন্ডও ছিল না। তিনি বলেন, যখন আমরা সুকুক বন্ড ইস্যু করলাম, এখানে তো ইসলামী ব্যাংকগুলো বিনিয়োগ করবে। তাহলে এর বিপরীতে সে কি টাকা নিতে পারবে না! সেটা থাকা উচিত, মানিটারি পলিসিও থাকা উচিত। সেই চিন্তা থেকেই ইসলামী ব্যাংকগুলোকে এ সুবিধা দেওয়া হচ্ছে। সম্পাদনা: খালিদ আহমেদ